সুবর্ণচরে জেলেদের মাঝে চাল বিতরণ

0
404

সুবর্ণবার্তা প্রতিবেদক।।

“এসো সবাই শপথ করি, মা ইলিশ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই ‘মা’ ইলিশ মাছ আহরণ বন্ধে ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে নোয়াখালী সুবর্ণচরে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে ইউনিয়ন পরিষদে এই চাউল বিতরণ করা হয়।

জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ চলতি বছরের ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর ২০২২ এর এই ২২ দিন পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রিয় ও বিনিময় দণ্ডনীয় অপরাদ। এ সময় সকল জেলেরা ২২ দিন পর্যন্ত মা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। এই নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে মাথাপিছু ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এসময় বিতরণ কালে উপস্থিত ছিলেন, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. বেলায়েত হোসেন, ইউনিয়ন সচিব মো. আবুল কালাম আজাদ, ইউপি সদস্য বৃন্দ, উপকার ভোগীগণসহ অন্যান্যরা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here