সুবর্ণচরে তেলের গাড়িতে আগুন ;  অগ্নিদগ্ধ ২

0
109

সুবর্ণচরে চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজারে আগুনে পুড়ে ২জন অগ্নিদগ্ধ হয়েছে ৷ আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নেয়া হয়েছে ৷ এসময় আগুনে ৩টি দোকান, ২টি সিএনজি ও ১টি মোটরসাইকেল পুড়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী৷

সরেজমিনে গিয়ে জানা গেছে, গতকাল (১৮ অক্টোবর)  মাগরিবের সময় সনাতন ধর্মাবলম্বীদের লক্ষী পুজা চলছিল৷ তেলের গাড়িটি থানার হাট বাজারের তাকওয়া এন্টারপ্রাইজ-এ অকটেন ভর্তি করছিলেন৷ এসময় পাশের সেলুন দোকান থেকে মোমবাতির প্রজ্জ্বলিত আগুন হঠাৎ অকটেনের ড্রামে উড়ে এসে আগুন ধরে যায়৷ তাৎক্ষণিক তেলের গাড়ির ড্রাইভার ও কর্মচারী ২জনের জলন্ত আগুন সহ তেলের পাইপের মুখ টেনে আগুন নিভানোর সময় ড্রাইভার রিপন ও হেল্পার সজিবের শরিরের ৮০শতাংশ পুড়ে যায়৷

এসময় তাকওয়া এন্টারপ্রাইজের কিছু ক্ষয়ক্ষতি ও সালাহ উদ্দিনের চা দোকান, তার পাশে আরিফের মুদি দোকান পুড়ে বেশিরভাগ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আগুন সিএনজি স্টান্ডের পাশে থাকায় সেখানে দাড়িয়ে থাকা ২টি সিএনজি ও ১টি মোটরসাইকেল পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী ও এলাকাবাসী৷

আগুনে পুড়ে যাওয়াদের এসময় দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় জনতা ৷ এসময় আহত সজিব ও রিপনের স্বজনরা প্রতিবেদককে জানিয়েছেন, আহতদের নোয়াখালীতে  চিকিৎসা দেয়া সম্ভব না বলে রাতেই ঢাকায় বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেছে তারা৷ আহতরা বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছে বলেও জানান হৃদয় নামে সজিবরে এক স্বজন৷

নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন আহতদের এখানে চিকিৎসা দেয়া সম্ভব না বলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় স্থানান্তর করা হয়েছে৷

থানার হাট বাজারে ব্যবসায়ীদের পক্ষে আব্দুল কাদের, আব্দুল বাতেন সাহেদ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনের নিয়ন্ত্রণে তেলের গাড়ির ড্রাইভার ও কর্মচারীর ভুমিকা সবচেয়ে বেশি ছিল৷ তবে, বাজারে যত্রতত্র তেলের দোকানের কারনে একই বাজারে টানা ৪বার আগুন লেগেছে৷ এতে শতকোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের৷ প্রশাসনের উচিৎ এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া৷

তেলের গাড়িটি বর্তমানে চরজব্বার থানায় রয়েছে৷ চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এবিষয়ে লিখিত কোন অভিযোগ নেই বলেও জানান তিনি৷

এদিকে তেলের গাড়ির মালিক দেলোয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, আহতদের ঢাকার বারডেম হাসপাতাল নেয়া হয়েছে এবং তার তেলের গাড়ি থানায় জব্দ রয়েছে৷ মোমবাতি থেকে থেকে আগুনের সুত্রপাত বলে তিনি জানান৷

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here