আপিল বিভাগের আদেশে ৪০তম বিসিএস নন-ক্যাডারে ৪৩২২ জনকে নিয়োগে বাধা কাটল

0
284

৪০তম বিসিএস নন-ক্যাডার পদে সুপারিশ পাওয়া ৪ হাজার ৩২২ জনকে নিয়োগ দিতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) জন্য সুপারিশ করা ১৫৬ পদের নিয়োগে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী রাগিব রউফ চৌধুরী।

রাগিব রউফ চৌধুরী  বলেন, ৪০তম বিসিএসে ৪৪৭৮টি নন-ক্যাডার পদে নিয়োগপ্রক্রিয়া চলমান ছিল। এর মধ্যে ১৫৬টি পদে এলজিইডিতে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। তবে এলজিইডি কর্তৃপক্ষ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে পিএসসির কাছে আবেদন করে। তখন এলজিইডিতে সুপারিশ পাওয়া ২২ জন এলজিইডির ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে পিএসসির কাছে করা আবেদন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। তখন পিএসসির কাছে ১৫৬টি পদ প্রত্যাহার চেয়ে এলজিইডির আবেদন স্থগিত করেন হাইকোর্ট। ওই আদেশ চ্যালেঞ্জ করে আপিল করলে চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন। এর ফলে ৪০তম বিসিএসের নন–ক্যাডার পদের সবার নিয়োগপ্রক্রিয়া আটকে যায়।

রাগিব রউফ চৌধুরী আরও বলেন, এলজিইডির ১৫৬ জনের বাইরে নন–ক্যাডার অন্যান্য পদে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ২২৫ জন ওই মামলায় পক্ষভুক্তির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া আগের স্থিতাবস্থার আদেশ সংশোধন করে আদেশ দেন। তাতে এলজিইডির ১৫৬টি পদের নিয়োগের স্থিতাবস্থার আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে ৪০তম নন–ক্যাডার পদের চার হাজার ৩২২ পদের নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আদালতে দেখা যায়, নন–ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া শতাধিক ব্যক্তি আদালতে উপস্থিত ছিলেন। আপিল বিভাগের আদেশে ন্যায়বিচার পাওয়ায় তাঁরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।

নন–ক্যাডার পদের নিয়োগে প্রার্থীদের পক্ষে ছিলেন প্রবীর নিয়োগী, রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এলজিইডির পক্ষে ছিলেন সাঈদ আহমেদ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here