সিলেট পৌঁছেছেন শেখ হাসিনা

0
216

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে প্রতিবারের মতো এবারও সিলেটে পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তজাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।
জানা গেছে, বিমানবন্দরে নেমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।

মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে আওয়ামী লীগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠক করবেন শেখ হাসিনা। বিশ্রাম শেষে বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। নিশ্ছিদ্র নিরাপত্তা বেস্টনীতে রাখা হয়েছে আলিয়া মাদ্রাসা মাঠ। জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here