সুবর্ণচরে পিকআপ ভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

0
185

সুবর্ণচরে মাদ্রাসায় পরীক্ষার নম্বর পত্র আনতে গিয়ে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মরিয়ম আক্তার আফরিন (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার চরজব্বার- সোনাপুর সড়কের ১নং চরজব্বর ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আফরিন চরজব্বর ইউনিয়নের চরজব্বর গ্রামের নাসির আহম্মদের মেয়ে।  আফরিন স্থানীয় নুরুল হক নূরানী তালিমুল কোরআন মাদরাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে বাড়ি থেকে দক্ষিণ ওয়াপদা বাজার সংলগ্ন নুরুল হক নূরানী তালিমুল কোরআন মাদরাসায় যান পরীক্ষার নম্বর পত্র  আনতে। ওই সময় দক্ষিণ ওয়াপদা বাজারে সড়ক পারাপারের সময় সোনাপুরগামী বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।  এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, একটি অজ্ঞাত পিকআপ ভ্যান আফরিনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here