স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

0
101

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১১৯ রান করেছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

প্রথম বাংলাদেশি হিসেবে নিগার সুলতানা জ্যোতির ১০০ আন্তর্জাতিক টি-২০ খেলার দিনে শুরু থেকেই দলের রানা চাকা ছিল ধীরগতির। মুর্শিদা খাতুন ১৪ বলে ১২ রানের ইনিংস খেলে বিদায় নিলে সাথি রাণি ও সোবহানা মোস্তারিও খেলতে থাকেন চিরাচরিত ধীরস্তির ভঙ্গিতে। ৪২ রানের জুটির পর বিদায় নেন সাথি।

৩টি চার মারা সাথি আউট হন ৩২ বলে ২৯ রান করে। একটু পর গোল্ডেন ডাকে আউট হন চার নম্বরে নামা তাজ নেহার। এ ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে তার। গা গরমের দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৭ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রান করেছিলেন তিনি।

ধীরে খেললেও সোবহানা মোস্তারি বড় রানের আশা দেখাচ্ছিলেন। দলীয় ১৬ ওভারে অলিভিয়া বেলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন। সারাহ ব্রাইস স্টাম্প ভেঙে ফেলার আগে ৩৮ বলে ৩৬ রান করেন তিনি।

স্বর্ণা আক্তারকে হার্ডহিটার হিসেবে চেনেন বাংলাদেশের সমর্থকরা। স্কটিশদের সঙ্গে বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তিনি। ৭ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ৫ রান করে আউট হন তিনি। সাস্কিয়া হরলের ওভারে রিতু মনিও স্টাম্প হারান উইকেটরক্ষকের কাছে। তিনিও করেন ৫ রান। দলপতি জ্যোতি করেন ১৮ রান। ফাহিমার বচ্যাট থেকে আসে ৯।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here