আবারো মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

0
266

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা। এই দুই দলের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পরে মাঠের বাইরেও। সাবেক ফুটবলার, ধারাভাষ্যকাররাও মেতে উঠেন কথার লড়াইয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল আবারও একে অপরের মুখোমুখি হচ্ছে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়বে তারা।

যুব বিশ্বকাপে গ্রুপ-সি’ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ৩ ম্যাচে দুই জয় এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ছিল তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই এশিয়ার দল ইরানের কাছে হারের স্বাদ পায় নেইমারের উত্তরসূরীরা। এরপরের ম্যাচে নিজেদের আসল রূপ দেখায় তারা। ক্যালেডোনিয়াকে হারায় ৯-০ গোলে। আর শেষ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা।

অন্যদিকে, গ্রুপ-ডি’ তে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনার যুবারা। ৩ ম্যাচে দুই জয় এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল তারা।

যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। ইতোমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইকে সামনে রেখে বাড়তি উন্মাদনা বিরাজ করছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here