আর হবে না বার্ষিক-অর্ধবার্ষিক পরীক্ষা

0
280

সরকারি-বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুলগুলোতে আর অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে না। চলতি বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে এ শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ফলে আগামী বছর দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা এবং নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ষন্মাসিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করা হবে।

আগামী বছর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষন্মাসিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে মে মাসে। আগামী ২৩ মে থেকে মূল্যায়ন শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত। আর ১০ জুলাই ষন্মাসিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে স্কুলগুলোকে। আর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২১ নভেম্বর শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন চলবে। মূল্যায়নের ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ২০২৪ খ্রিষ্টাব্দের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সূচি অনুযায়ী ষন্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র এক বছর সংরক্ষণ করতে হবে স্কুলগুলোকে। মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে। মূল্যায়নের প্রশ্ন শিক্ষকদের নিজেদের প্রণয়ন করতে হবে। কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নে মূল্যায়ন করা যাবে না।

চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চলেছিলো মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ইতিহাসের শেষ বার্ষিক পরীক্ষা। এবারের বার্ষিক পরীক্ষা অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। তবে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উৎসবে অংশ নিয়েছিলেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here