বিশ্বকাপের দল ঘোষণার পূর্ব থেকে আলোচনায় ছিলেন তামিম ইকবাল। ইনজুরি সমস্যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরেন তামিম। যদিও কেবল এক ম্যাচ খেলেছেন তিনি। এরপরই নানা গুঞ্জনে বেশ আলোচনায় চলে আসেন অভিজ্ঞ এই ক্রিকেটার। শেষ পর্যন্ত দেশের তারকা এই ব্যাটারকে দলের বাইরে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি।
এবারের বিশ্বকাপে তামিমসহ অনেক নামিদামি ক্রিকেটারই দলে জায়গা করে নিতে পারেননি। চোটসহ নানা কারণে তাদের খেলা হচ্ছে না আইসিসির এই মহাগুরুত্বপূর্ণ ইভেন্টে। এবারের বিশ্বকাপে খেলছেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, যেখানে রয়েছে তামিম ইকবালের নাম।
তামিম ছাড়াও আল জাজিরার সেই তালিকায় স্থান পেয়েছেন পাকিস্তানের নাসিম শাহ, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইংল্যান্ডের জেসন রয় ও মাইকেল ব্রেসওয়েল।
ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না শ্রীলঙ্কা ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হাসারাঙ্গা ও নাসিম শাহর। আর রয় ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। রয়ের পরিবর্তে ডাক পেয়েছেন হ্যারি ব্রুক। জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে চোটে পড়া ব্রেসওয়েলও বিশ্বকাপ দলে সুযোগ পাননি ফিট না থাকায়।
আল জাজিরার তালিকায় বিশ্বকাপে না খেলা পাঁচ তারকা ক্রিকেটার: তামিম ইকবাল (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), নাসিম শাহ (পাকিস্তান), জেসন রয় (ইংল্যান্ড), মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)