বৃষ্টির সুফল ঢাকার বাতাসে, ঝুঁকিপূর্ণ দিল্লি-লাহোর

0
95

বরাবরই বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় উপরের দিকেই থাকে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। কিন্তু ব্যতিক্রম তখনই হয়, যখন টানা বৃষ্টি ঝরে ঘনবসতিপূর্ণ এই শহরে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘূর্ণিঝড় ‘মিধিলি’ প্রভাবে টানা দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাস আর অস্বাস্থ্যকর নেই।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ৩৪। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৬২, যা মাঝারি হিসেবে গণ্য করা হয়।

আর একিউআই স্কোর ৩৯১ নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই স্কোর নগরের বাসিন্দাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এমন অবস্থায় গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এদিন ভারতের রাজধানীর দিল্লির অবস্থাও ভয়াবহ দেখা গেছে। ৩৩০ স্কোর নিয়ে মেগাসিটি ওই শহরের বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে।

এ ছাড়া কুয়েতের রাজধানী কুয়েত সিটি ১৮৩ স্কোর নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। আর ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে পাকিস্তানের আরেক শহর করাচি।

টানা দুই দিন বৃষ্টি ফলে সকালে ঢাকার বাতাসের মান অনেকটাই ভালো দেখা গেছে। রাজধানীর শ্যামলী এলাকা থেকে সকাল ৬টা ৫০ মিনিটে তোলা ছবি।

আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে প্রতিনিয়ত। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here