পবিত্র ঈদ-উল আযহায় আমাদের কিছু আমল করা খুবই জরুরী সেগুলো নিম্নে উল্লেখ করা হলো;
১. ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।
২. মেসওয়াক করা।
৩. গোসল করা।
৪. যথা সাধ্য উত্তম পোশাক পরিধান করা।
৫. শরীয়ত-সম্মত সাজসজ্জা করা।
৬. খুশবু লাগানো।
৭. ঈদগাহে যাওয়ার পূর্বে কোন কিছু না খেয়ে যাওয়া।
৮. আগে আগে ঈদগাহে যাওয়া।
৯. ঈদগাহে গিয়ে ঈদের নামায পড়া।
১০. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
১১. যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর। পড়তে পড়তে যাওয়া।
১২. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তা। দিয়ে আসা বা প্রত্যাবর্তন করা।
আল্লাহ আমাদের সকলকে উক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন।
Facebook Comments Box