৩১ আগস্ট এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (২৭ আগস্ট) বেলা ১২টা ৫৫ মিনিটে দেশ ছাড়বে টাইগাররা।
কিন্তু দেশ ছাড়ার আগমুহূর্তে শঙ্কার কালো মেঘে ছেয়ে গেল বাংলাদেশের শিবির। কেননা শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে দেশ ছাড়ছেন না তারকা ব্যাটার লিটন কুমার দাস।
দেশ ছাড়ার আগের দিন হুট করেই জ্বরে আক্রান্ত হন লিটন। সে কারণেই দলের সঙ্গে দেশ ছাড়েননি টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার।
রোববার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
তিনি বলেন, ‘ও অসুস্থ, এ কারণে দলের সঙ্গে যেতে পারছে না। হালকা জ্বর আছে ওর। সুস্থ হলেই ও দলের সঙ্গে যোগ দেবে।’
৩০ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের ষোড়শ আসরের। হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এবারের আসর। ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে টাইগারদের।