সুবর্ণচর ঐতিহ্যবাহী চরবাটা খাসের হাটে ব্যাডমিন্টন খেলার অবকাঠামোগত মান উন্নয়নের সুবিধার্থে স্থাপিত হলো বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী ইনডোর স্টেডিয়াম।
গত বুধবার সন্ধ্যায়, দেশি বিদেশি ব্যাডমিন্টন খেলোয়াড়ের অংশ নেওয়া জাভিয়ান আনম চৌধুরী গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে ইনডোর স্টেডিয়াম এর শুভ উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এর সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান এর সিএ হেদায়েত উল্যাহ জিকু এর সার্বিক পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার, চরজব্বার থানার সাবেক ও বর্তমান ওসি নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান,জেলা পরিষদের সদস্য আতিক উল্যাহ সুজন, চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব, উপজেলা প্রকৌশলী মোঃ শাহজালাল,চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অসীম কুমার দাস,চরবাটা ইসমালিয়া মাদ্রাসার প্রভাষক নিজাম উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবী ভূঁইয়া, কামরুল হোসেন টুটুল প্রমুখ
উদ্বোধনে অংশ নিয়ে প্রতিষ্ঠাতা বলেন, খেলাধুলা করার সুযোগ থেকে এলাকার যুব সমাজ যেনো বঞ্চিত না হয়,খেলাধুলার মাধ্যমে যুবকেরা বেড়ে উঠতে না পারলে নেশা জাতীয় দ্রব্যের আকৃষ্ট হলে ভবিষ্যতে স্বাস্থ্য হুমকির সম্মুখীন হবে।এই স্টেডিয়াম থেকে তারা খেলাধুলার প্রতিযোগিতা করুক, খেলোয়াড়দের সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে সব সময় অব্যাহত থাকবে।