চিনির দাম বাড়লো

0
79

সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা বাড়ানো হয়েছে। প্রতি কেজির দাম ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ((বিএসএফআইসি)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপ্তি বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই দাম ঠিক করা হয়েছে। সরকারি মিলের ৫০ কেজি বস্তাজাত প্রতি কেজি চিনির দাম পাইকারিতে ১৫০ টাকা এবং ডিলার পর্যায়ে ১৫৭ টাকা ধার্য করা হয়েছে।

এছাড়া পাইকারিতে ১ কেজি প্যাকেটজাত চিনির দর ১৫৫ টাকা এবং খুচরায় সর্বোচ্চ বিক্রয়মূল্য ১৬০ টাকা ধরা হয়েছে। এর আগে কেজিপ্রতি চিনির মূল্য ১৪০ টাকা নির্ধারণ করে সংস্থাটি।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here