ঘূর্ণিঝড় রেমাল: চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দর বন্ধ

0
48

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘রেমালের’ ক্ষতিকর প্রভাব এড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে কলকাতাগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বুলেটিন পর্যবেক্ষণ করে এরপরে নতুন সিদ্ধান্ত জানাবে বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহা বিপৎসংকেত দেখানোর পর ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণ করে ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন, বিমানবন্দরের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম।

এছাড়া কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার কক্সবাজার বিমানবন্দর থেকে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানান।

এছাড়া বরিশাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here