চুয়াডাঙ্গায় বিষপানে তরুণীর আত্মহত্যা

0
210

দীর্ঘদিনের অসুস্থতা ও পারিবারিক কলহের কারণে বিষপানে লাকী খানম (২৫) নামের এক মেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জীবননগর পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাজার পাড়ায় এ ঘটনা ঘটে। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৬নং ওয়ার্ডের বাজার পাড়ার মো.শুকুর আলী মেয়ে।

স্থানীয়রা জানান, লাকী খানম দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। তার দুটি কিডনি বিকল ছিল। দীর্ঘদিনের অসুস্থতা ও পারিবারিক কলহের জেরে বিকালে বিষপান করে লাকী খানম। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ‘এ বিষয়ে থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here