বিশ্বকাপে চরম ভরাডুবি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। বৈশ্বিক টুর্নামেন্টে দলটির বাজে পারফরম্যান্সে কোটি কোটি ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সামাজিক মাধ্যমে বইছে নিন্দার ঝড়। তবে এসবের তোয়াক্কা করেন না দলটির প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তার কথা অনুযায়ী, বিশ্বকাপের পরেই ‘আসল কাজ’ শুরু করতে চান তিনি।
রোববার (১২ নভেম্বর) সকাল ৯টা নাগাদ দেশে ফেরার কথা ছিল টাইগারদের। কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় পৌনে ১০টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন নাজমুল হোসেন শান্তরা। এর আগে শনিবার (১১ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে লাল-সবুজের দল।
দেশে আসার আগেই দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে ক্ষোভ ঝরছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরমহলে। বিশেষ করে কোচ হাথুরুর বিরুদ্ধে দলের ভেতর থেকে একগাদা অভিযোগ এসেছে বলে জানা গেছে। তিনি দেশে আসার পরে এ বিষয়ে বিসিবি আরও তৎপর হয়েছে বলে খবর বেরিয়েছে। যেসকল অভিযোগ এসেছে শ্রীলঙ্কান এই কোচের বিষয়ে সেগুলোর ব্যাখ্যা জানতে চাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিবি।