ছেলের হাতে বাবা খুন, খুনি গ্রেপ্তার

0
157

রাজধানীর ডেমরায় তৃতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পলাতক খুনি বিষু সরকারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মদনপুর থেকে প্রযুক্তি ও পুলিশের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোমবার (২৭ মে) সোমবার সকাল সোয়া ১০টার দিকে স্টাফ কোয়াটার সংলগ্ন দেউল্লা এলাকায় এ খুনের ঘটনা ঘটে। রাতে বিষুর বিরুদ্ধে থানায় মামলা করেন তার মা গীতা রানী সরকার। নিহত উমেশ ওই এলাকার মৃত সুরেশ চন্দ্র সরকারের ছেলে।

উল্লেখ্য, সোমবার পারিবারিক বিভিন্ন বিষয়সহ তৃতীয় বিয়েতে বাধা দেওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে বাবা উমেশ সরকারকে ছুরিকাঘাত করে ছেলে বিষু। খবর পেয়ে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করার পর বিষু বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের আসামিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here