জি বাংলা দেখতে দেখতে মন্ত্রী হওয়ার ফোন পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

0
254

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জি বাংলা দেখতে দেখতে মন্ত্রিপরিষদ সচিবের ফোন পেয়ে বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম মনে হয় কোনো রোগীর জন্য তদবির করবেন। কিন্তু আমাকে অভিনন্দন দিয়ে বললেন, আমাকে প্রধানমন্ত্রী এত বড় দায়িত্ব দিয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের চিকিৎসকদের মান নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। চিকিৎসক বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব থেকে বড় অস্ত্র। তাদের জন্য কাজ করতে পারলে আমি আনন্দিত হব। চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে কাজ করতে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সমন্বয় করে সঠিক এবং ভালো পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই জনসাধারণের আস্থা ফিরে আসবে।

সামন্ত লাল সেন বলেন, শতভাগ হয়তো পারব না সবাই মিলে এক হয়ে কাজ করলে অবশ্যই অনেক কাজ এগিয়ে যাবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here