ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় প্রায় ৬০ যাত্রী নিয়ে একটি বাস পুকুরে পড়ে গেছে। এখন পর্যন্ত নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার সকাল ১০টার দিকে গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাশার স্মৃতি পরিবহণ নামের বাসটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুতগতিতে আসা বাসটি একটি অটোকে সাইড দিতে গিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে।
ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, এখন পর্যন্ত ৭ জন নারী, ৫ জন পুরুষ ও ২ শিুশুর লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।