এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ আজ। যেখানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বাবর আজমরা ইতোমধ্যে সুপার ফোরের একটি ম্যাচ খেলে ফেলেছে। সেখানে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ম্যান ইন গ্রিনরা। আজ তাদের দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে সুপার ফোরে ভারতের আজকের ম্যাচটি প্রথম। তবে চলতি আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান-ভারত।
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।
এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
পাকিস্তানের একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইষাণ কিষাণ, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।