দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলো এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে ডলার জমা দিয়ে দামের সমপরিমাণ টাকা নিতে পারবে। পরবর্তীতে আবার সমপরিমাণ টাকা জমা দিয়ে ডলার ফেরত নিতে পারবে ব্যাংকগুলো।
ব্যাংকগুলো জরুরি সময়ে বা প্রয়োজনমাফিক যাতে ডলার পায় সেজন্য বিক্রি না করে কেন্দ্রীয় ব্যাংকের
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন জারি করে টাকা-ডলার সোয়াপ ব্যবস্থা সংক্রান্ত এ সবিধা চালু করেছে। টাকা-ডলার অদল বদলের সর্বনিম্ন মেয়াদ ধরা হয়েছে ৭ দিন এবং সর্বোচ্চ ৯০ দিন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক সময় সংবাদকে বলেন, বর্তমানে ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত ডলার আছে। ডলার থাকলেও ডলারের মালিকদের সমপরিমাণ টাকা দিতে হচ্ছে ব্যাংকগুলোকে। এ অবস্থায় বাজারে ডলার বিক্রি করলে জরুরি সময়ে ডলার দরকার হতে পারে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর।
ব্যাংকগুলো জরুরি সময়ে বা প্রয়োজনমাফিক যাতে ডলার পায় সেজন্য বিক্রি না করে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে টাকা-ডলার অদলবদল সুবিধা দেয়া হয়েছে বলে জানান মেজবাহ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সোয়াপ সুবিধা ঘোষণার পর থেকেই এ সুবিধা চালু হয়েছে। এ ব্যবস্থার আওতায় ৫০ লাখ ডলার বা এর সমপরিমাণ টাকা অদলবদল করা যাবে।
আগ্রহী ব্যাংকগুলো এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করে পরবর্তীতে যেদিন ডলার জমা দিবে ঐদিনই সমপরিমাণ টাকা পেয়ে যাবে। আবার মেয়াদ শেষ হওয়ার আগে টাকা জমা দিয়ে ডলার ফেরত নিতে পারবে ব্যাংকগুলো।