ডিমের দাম ১২ টাকার বেশি নিলে দোকান বন্ধ

0
364

ডিমের দাম ১২ টাকার বেশি নিলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

সোমবার (১৪ আগস্ট) ডিমের উৎপাদক, ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এএইচএম সফিকুজ্জামান বলেন, ডিমের চাহিদা চার কোটি পিস। যেখানে প্রতি পিসে দুই টাকা বেশি হলে প্রতিদিন ৮ কোটি টাকা বাড়তি নেওয়া হচ্ছে। এতদিন আমাদের কাছে ডিম উৎপাদনের সঠিক খরচ ছিল না। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা সেটি জেনেছি। খুচরায় কত দাম হবে সেটিও বলা হয়েছে। সুতরাং কেউ একটা ডিমের দাম ১২ টাকার বেশি নিলে শুধু জরিমানা নয়, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, গত বছর রসিদ ছাড়া ডিম ক্রয়-বিক্রয় না করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা সেটা মানছে না। রসিদ ছাড়া কেউ ডিম ক্রয়-বিক্রয় করলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেব। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে, রোববার (১৩ আগস্ট) মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৫০ পয়সা বলে উল্লেখ করেন। একই সঙ্গে খুচরা দাম কোনোভাবেই ১২ টাকার বেশি হওয়া উচিত নয় বলে জানান।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here