তিন লাখ টাকা ছাড়াল মাথাপিছু গড় আয়

0
53

দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন দুই হাজার ৭৮৪ ডলার। গত অর্থবছরে গড় মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৪৯ ডলার। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার ১৪৪ টাকা। গতকাল সোমবার (২০ মে) রাতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়ের সাময়িক হিসাব দেওয়া হয়েছে। এতে গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় বেড়েছে ৩৫ ডলার।

এদিকে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পাঁচ দশমিক ৮২ শতাংশ হতে পারে বলে সাময়িক হিসাবে দেখিয়েছে বিবিএস। যা গত অর্থবছরে ছিল পাঁচ দশমিক ৩৭ শতাংশ।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here