নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

0
274

টানা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১০ ডিসেম্বর সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার (৯ ডিসেম্বর) অনলাইন ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, রোববার (১০ ডিসেম্বর) সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি৷ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করা হবে।

নির্বাচন ঠেকাতে গত ২৯ অক্টোবর থেকে মঙ্গলবার বাদে সব কার্যদিবসে হরতাল বা অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। তবে, এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কার্যদিবস হলেও আগামী রোববার হরতাল বা অবরোধ কর্মসূচি দিচ্ছে না।

দিনের হিসেবে ৪২, আর সপ্তাহের হিসেবে সপ্তম রোববার (১০ ডিসেম্বর) অবরোধ বা হরতালমুক্ত সপ্তাহের প্রথম কর্মদিবস পাচ্ছে দেশবাসী। অবশ্য হরতাল বা অবরোধ না করলেও এদিন দলটি ‘সরকারি দমন-পীড়ন’র প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here