জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ এ নোয়াখালী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অীফসার নির্বাচিত হয়েছেন সুবর্ণচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মহি উদ্দিন।
নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে সুবর্ণচর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মহি উদ্দিনকে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সুবর্ণচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মহি উদ্দিন সুবর্ণচর উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তার উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়।
শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে মুহাম্মদ মহি উদ্দিন জানান, যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।