ফাইনালের আগে সুসংবাদ পেল কুমিল্লা

0
262

লিটন দাস ও তরুণ ওপেনার তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে সহজে হারিয়ে ২০২৪ সালের বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে শুক্রবার (১ মার্চ) মাঠে নামবে চারবারের চ্যাম্পিয়নরা। ফাইনালের আগে বড় সুখবর পেয়েছে কুমিল্লা। ফাইনালে খেলার জন্য সবুজ সংকেত পেয়েছেন মাথায় বলের আঘাত পেয়ে ছিটকে যাওয়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানের পরে যদিও স্বস্তি মিলেছিল। বাহ্যিক চোটই পেয়েছিলেন দ্য ফিজ। ২০ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেয়া হয়।

তবে মুস্তাফিজকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নেয়নি কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ তাকে ছাড়াই খেলেছে। এবার ফাইনালে খেলার সবুজ সংকেত পেয়েছেন তারকা পেসার।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুস্তাফিজ এখন ভালো আছে, আজকে (মঙ্গলবার) তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে ফাইনালে খেলতে পারবে।’

এদিকে ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ কে হবে, তা বুধবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর ও বরিশালের মধ্যকার ম্যাচের পরই জানা যাবে। কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে রংপুর। আর চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তামিমের বরিশাল।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here