ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

0
275

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দুদিন বিরতি দিয়ে রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করা হবে। এ ছাড়া চলমান আন্দোলনে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন এবং শ্রমিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানান রিজভী।

সরকারবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে আগামী ১২ নভেম্বর (রোববার) ভোর ছয়টা থেকে ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয় বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে সারা দেশে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

তৃতীয় দফার অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই ৫ টি স্থানে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের খবর পান তারা।

ঢাকার হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে ৫ টি, ঢাকা বিভাগের গাজীপুরে ৩ টি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ১ টি, রাজশাহী বিভাগের শিবগঞ্জে ১ টি, বরিশাল বিভাগের গৌরনদীতে ২ টি, চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে ১ টি যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে। ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান ও ২ টি ট্রাকে আগুন দেয়া হয়েছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here