খালিদ হাসান।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে বালিকা একাদশ ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন হাজি বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকার এর মাধ্যমে ৩/০ গোলের ব্যবধানে ২নং চরবাটা ইউনিয়ন শিবচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথে বিজয়ী লাভ করে।
অপর খেলায় বালক একাদশ ১নং চরজব্বর ইউনিয়ন পশ্চিম চরজব্বার নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকার এর মাধ্যমে ৪/৩ গোলের ব্যবধানে ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন যোবায়ের মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথে বিজয়ী হয়।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,২নং চরবাটা ১নং চর জব্বার ৪ নং চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম রাজিব, এডভোকেট ওমর ফারুক, আব্দুল মান্নান ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, আবু জাহের,সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হাফেজ আহমদ,যোবায়ের মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী ও ইয়াকুব আলী।