মামলার হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি ও জামায়াত নেতার মৃত্যুর

0
35

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মো. জামাল উদ্দিন (৫৫) ও হাফিজ উল্যাহ (৫৭) নামে দুই বিএনপি-জামায়াত নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার সুলতান নগর এলাকার চরজব্বর – সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো.জামাল উদ্দিন উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমদ এর ছেলে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উপজেলার চরবাটা ইউনিয়নের মৃত মাওলানা নুর উল্যাহ এর ছেলে এবং জামায়াত নেতা ছিলেন। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে জামাল ও হাফিজ উল্যাহ একসাথে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে রাজনৈতিক মামলার হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনাস্থলে পিছন দিক থেকে একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে চালক হাফিজ ছিটকে রাস্তার বাহিরে চলে যায়। এ সময় পিছনে থাকা আরেকটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিএনপি নেতা জামাল মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় মারা যান জামায়াত নেতা হাফিজ উল্যাহ।

এ ঘটনায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িগুলো আটক করা হয়েছে। এঘটনায় দুজন মারা গেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here