বিপিএলে আসছেন বাবর, খেলবেন সাকিবের দলে

0
313

কিছু দিন আগে গুঞ্জন উঠেছিল ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি থেকে ১৫ কোটি রুপির প্রস্তাব পেয়েছেন বাবর আজম। তবে জানা যায়, সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন তারকা এ ব্যাটার।

অবশেষে যেন সত্যি হতে চলেছে সেই কথা। ওয়ানডে ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার বাবর হতে চলেছেন সাকিব আল হাসানের সতীর্থ।

আসন্ন ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাবর আজম।

বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে বুধবার রাতে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজিটি।

রংপুর রাইডার্সের ফেসবুক পোস্টে বিষয়টি তারা নিশ্চিত করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি।

এর আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে সাকিব আল হাসানকেও দলে নিয়েছে রংপুর রাইডার্স। নিজেদের ফেসবুক পেজে মঙ্গলবার এক ভিডিওতে সাকিবকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।

তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গেই থাকবে। ২০১৯ সালে আমরা একবার সাকিব আল হাসানকে সাইন করিয়েছিলাম। দুর্ভাগ্যবসত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। গত তিন-চার বছর ধরেই আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে। রংপুর সাকিবকে খেলাবে। এবার ইনশাআল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে।

এ ছাড়া গত আসরে রংপুরে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে তিনজনকে ধরে রেখেছে তারা। এ তালিকায় আছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। তাদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here