মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

0
308

ভারতে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপে মাঠের লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগামী শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে টাইগররা। ওয়ানডে সংস্করণে র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্বকাপের উদ্বোধনী দিন ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দীর্ঘ দিন সাত নম্বরে থাকা টাইগাররা একধাপ পিছিয়ে আটে নেমে গেছে। বাংলাদেশকে টপকে সাত নম্বর পজিশনে উঠে এসেছে এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কা।

বিশ্বকাপ চলাকালীন প্রতি সপ্তাহেই র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে। চলতি সপ্তাহে আইসিসির নতুন হালনাগাদকৃত তালিকায় সাত নম্বরে উঠে এসেছে লঙ্কানরা। তবে শীগ্রই তাদেরকে পেছনে ফেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। কারণ লঙ্কানদের থেকে দশমিক ব্যবধানে পিছিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল।

আইসিসির নতুন হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে শুধু একটা পজিশনেই পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তন হলো বাংলাদেশের একধাপ অবনমন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশকে পিছনে ফেলেছে শ্রীলঙ্কা।

আইসিস র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থানটা ধরে রেখেছে ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। চার নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। পাঁচে রয়েছে বর্তমান বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড এবং ছয়ে রয়েছে রানার্সআপ নিউজিল্যান্ড।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরের স্থানে অবস্থান করছে আফগানিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানরা। বিশ্বকাপে জায়গা করে নেওয়া নেদারল্যান্ডসের অবস্থান ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১৪তম।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here