মাঠে ভালো খেলার পরও বেতন বন্ধ নারী ক্রিকেটারদের

0
300

ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেট মাঠে সফলতা পেলেও দীর্ঘদিন ধরে বেতন বন্ধ রয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। গত জুলাই মাসে টিম টাইগ্রেসদের বেতন ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও বাড়তি ও মূল বেতনই পাচ্ছেন না নারী ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকার সঙ্কট না থাকলেও ৪ মাস ধরে বন্ধ রয়েছে জ্যোতি-মুরুশিদাদের বেতন। জাতীয় দলের নিয়মিত কয়েকজন নারী ক্রিকেটার বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে বেতন হচ্ছে না বা কবে নাগাদ হবে এ বিষয়ে কিছুই জানেন না ক্রিকেটাররা।

বাংলাদেশ নারী দলের বেতন বন্ধের বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বেতন না পাওয়া নিয়ে অন্য কোনো ইস্যু নেই। আমাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করার কাজ একটু বাকি ছিল। আর এই কারণেই বেতন বন্ধ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সব বেতন পরিশোধ করব।’

নারী ক্রিকেটারদের বেতন না হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। এক কর্মকর্তা জানান, ‘ক্রিকেটারদের চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আমরা তালিকা তৈরি করে বোর্ডে জমা দিয়েছি। বোর্ড এখনও চুড়ান্ত অনুমোদন দেয়নি। এজন্য জ্যোতিদের বেতন প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়। তবে দু এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here