আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ হত্যার পরিকল্পনা করে তারা কোন গণতন্ত্র দেবে? এটা মানুষ বোঝে বলেই তাদের আন্দোলনে সাড়া দেয় না। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি-জামায়াত) নাকি গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করবে, গণতন্ত্র বানান করতে পারে? যারা জ্বালাও-পোড়াও করে, রেললাইন উপড়ে ফেলে, তারা পরাজিত শক্তির দোসর। এদের ‘না’ বলুন। এদের রাজনীতি করার অধিকার নেই।
সরকারপ্রধান বলেন, খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল। একবার নয়, দুইবার বিদায় নিতে হয়েছিল। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। আমি বলেছিলাম গ্যাস পাবে না। আল্লাহ-তায়ালাও যখন সম্পদ দেয়, মানুষ বুঝে দেয়। সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই।
সরকারপ্রধান আরও বলেন, বাংলাদেশ বিদেশে সম্মান পায়। কিন্তু কিছু কুলাঙ্গার দেশে সম্মান দিতে পারে না, এরাই আলবদর-আলশামসদের প্রেতাত্মা। জনগণকে এসব সন্ত্রাসীদের প্রতিহত কিরতে হবে জনগণকে। এরা মানুষের সর্বনাশ করতে পারে, মানুষের জীবন উন্নত করতে পারে না।