মার্টিনেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কলম্বিয়ার সাংবাদিকদের

0
34

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। হারের ক্ষোভ নিয়ে ম্যাচ শেষে ব্রডকাস্ট ক্যামেরায় থাপ্পড় মারেন এমি মার্টিনেজ। আর্জেন্টাইন গোলকিপারের এমন আচরণের কারণে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন।

এস্তাদিও মেত্রোপলিতানোয় মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে হারের পর মেজাজ হারিয়ে ফেলেন এমি মার্টিনেজ। অ্যাস্টন ভিলায় খেলা এই গোলরক্ষক ম্যাচ শেষে মাঠে যখন ফুটবলাররা কুশল বিনিময় করছিলেন, তখনই কোনো কারণ ছাড়াই সামনে থাকা ক্যামেরায় থাপ্পড় মারেন তিনি। ম্যাচ শেষের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে এমির ক্যামেরায় থাপ্পড় মারার ভিডিও। আর্জেন্টাইন গোলরক্ষকের সমালোচনায় মেতে উঠেন কলম্বিয়ার ফুটবল সমর্থকরা।

এবার তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন। সে সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ শেষে ক্যামেরাম্যানের প্রতি আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ যে আক্রমণাত্মক আচরণ করেছেন, তা প্রবলভাবে প্রত্যাখ্যান করছে অ্যাকর্ড কলম্বিয়া। ক্যামেরাম্যানের যন্ত্রপাতি মাঠে ফেলে দেয়া বাক্‌স্বাধীনতার প্রতি আক্রমণ, যা আমাদের সমিতির কাছে গ্রহণযোগ্য নয়। দেশের ক্রীড়া সাংবাদিকতার কর্তৃপক্ষ হিসেবে ফিফার কাছে এমিলিয়ানো মার্টিনেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে অ্যাকর্ড। তিনি নতুন প্রজন্মের কাছে উদাহরণ দেয়ার মতো কেউ নন।’

ম্যাচ হারের পর প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়ছিলেন মার্টিনেজ। যা ধারণ করছিল কলম্বিয়ার কারাকল টিভি ও আরসিএন দেপোর্তেসের ক্যামেরাম্যান জনি জ্যাকসন। তখনই ক্যামেরার ওপর থাপ্পড় মেরে বসেন মার্টিনেজ। এতে ক্যামেরাসহ জ্যাকসন মাঠে পড়ে যান বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

মূলত, ম্যাচে কলম্বিয়ার পাওয়া বিতর্কিত পেনাল্টির কারণে ক্ষুব্ধ ছিলেন মার্টিনেজ। অবশ্য এমন ঘটনা নতুন নয় আর্জেন্টাইন গোলরক্ষককের জন্য। ট্রফি নিয়ে বিশেষ উদযাপন, উদ্ভট নাচ ও প্রতিপক্ষকে ব্যঙ্গ করে বহুবার শিরোনামে এসেছেন তিনি।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here