আর্থিক লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে ২৭ প্রতিষ্ঠান। ১৭টি শ্রেণিতে এসব প্রতিষ্ঠানকে ৪৪টি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান একাধিক শ্রেণিতে পুরস্কার পেয়েছে। ২০২২-২৩ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয় । গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিজয়ীদের মধ্যে পাঁচ শ্রেণিতে পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক ও এবি ব্যাংক। তিন শ্রেণিতে পুরস্কার পেয়েছে ইস্টার্ণ ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)। দুই শ্রেণিতে পুরস্কার পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।
একটি করে পুরস্কার পেয়েছে ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, বিকাশ, নগদ, বাংলাদেশ রেলওয়ে, এক-পে, এমিরেটস এয়ারলাইনস, পিকাবো, শেয়ার ট্রিপ, আড়ং, এভারকেয়ার হাসপাতাল, ইউনিমার্ট ও ওয়ালটন প্লাজা।
পঞ্চমবারের মতো মাস্টারকার্ড ব্যবহারকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। ২০১৯ সালে এ অ্যাওয়ার্ড চালু করা হয়। এবারের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর ১০ম বর্ষপূর্তিও উদ্যাপন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তির যে লক্ষ্যে বাংলাদেশ এগোচ্ছে, সেখানে মাস্টারকার্ড আমাদের আর্থিক কাঠামোর আধুনিকায়নে অবদান রাখছে।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, মাস্টারকার্ড বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি নারীদের উন্নয়নে বিভিন্ন সময়ে প্রশিক্ষণের আয়োজনও করছে।
সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান বলেন, ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ উদ্যোগে মাস্টারকার্ডের ভূমিকা বেশ প্রশংসনীয়।
সূচনা বক্তব্যে মাস্টারকার্ডের এ–দেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, প্রথম ক্রেডিট কার্ড থেকে শুরু করে বাংলা কিউআরের মতো প্রযুক্তির শুরু হয়েছে মাস্টারকার্ডের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের আরেক পরিচালক মো. মোতাসেম বিল্লাহ, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, ইস্টার্ণ ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।