মেট্রো চলাচল হঠাৎ বন্ধ

0
141

যান্ত্রিক গোলযোগে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। সিগন্যাল সমস্যা কারণে চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।

এদিকে যান্ত্রিক ত্রুটিতে চলাচল বন্ধ হওয়ায় মেট্রোর ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। এ বিষয়ে যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ঘণ্টার ওপর আটকে আছি। সড়কের পর মেট্রোতেও যেন জ্যামের অনুভূতি।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here