রাজনীতি না ক্রিকেট, কোনটাকে এগিয়ে রাখেন সাকিব?

0
284

প্রায় ১৭ বছর ধরে ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান, এবার তিনি পা দিয়েছেন রাজনীতিতেও। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি প্রার্থী হয়েছেন তিনি। রাজনীতিতে পা রাখা সাকিব কোনটাকে এগিয়ে রাখেন? গত ১৭ বছরের পেশাকে না রাজনীতিকে?

বাংলাদেশ ছাত্রলীগ নিজেদের ফেসবুক পেজে সাকিবের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেই ভিডিওতে রাজনীতি ও ক্রিকেটের মধ্যে তুলনায় সাকিব এগিয়ে রেখেছেন দ্বিতীয়টাকে।

রাজনৈতিক ভাবনা শুরু কীভাবে এবং কখন থেকে? রাজনীতি না ক্রিকেট, কোনটাকে বেশি এগিয়ে রাখবেন?- এমন কটি প্রশ্ন করা হয় সাকিবকে। জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ক্রিকেটকেই এগিয়ে রাখব। কিন্তু আমি একটা জিনিশ বুঝতে পেরেছি যে রাজনীতিই একমাত্র জায়গা, যেখানে অনেক বড় আকারের পরিবর্তন আনতে পারেন।’

সাকিব যোগ করেন, ‘কেউ যদি আসলেই ফিল করে যে, ভালো কিছু করবে, বড় পরিবর্তন আনতে চায়, তাহলে সম্ভব। সেখান থেকেই এই চিন্তাটা (রাজনীতি)। আর এখানে বেশি বেশি ভালো মানুষের আসা উচিত। যাতে আমরা আরও ভালোভাবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি।’

রাজনীতিতে পা রাখলেও আরও কিছুদিন ক্রিকেট চালিয়ে যেতে চান সাকিব। তিনি বলেন, ‘আর যে কয়দিন খেলব সে কয়দিন ফ্রি থেকে খেলার ইচ্ছা। রেসপনসিবিলিটি তো অনেক নিয়েছি। এখন লাস্ট কিছুদিন একটু এনজয় করতে চাই। বাট এটা সময়ই বলে দেবে। যেহেতু বাংলাদেশ দলের একটা সিরিজ চলছে। দলকেও শুভকামনা।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here