এক রাতেই ১৪ দোকানে চুরি, প্রতিবাদ ব্যবসায়ীদের

0
185

ফরিদপুরের মধুখালীতে একটি বাজারে এক রাতে ১৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ আর আতঙ্ক।

শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌর সদর বাজারে এ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলো: এ্যাপেক্স গ্যালারী, অশোক স্টোর, সুকুমার স্টোর, মরিয়ম ইলেকট্রিক, জনি স্টোর, রিপন স্টোর, সীমান্ত ফ্যাশন, ভাই ভাই বস্ত্র বিপনী, মোল্যা বস্ত্রালয়, চন্দন কালেকশন, সাথী টেইলার্স, মোল্লা গার্মেন্টস অন্যতম।

এসব প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে একই কায়দায় ছয় লক্ষাধিক নগদ টাকার পাশাপাশি মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

থানা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব পথে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রোববার (১৭ ডিসেম্বর) সকালে চুরির ঘটনার প্রতিবাদ জানিয়ে এক ঘণ্টা দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় প্রশাসনের কাছে প্রতিকার দাবি করেন তারা।

মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন জানান, এর আগে চুরির ঘটনায় জড়িতদের বণিক সমিতির সহযোগিতায় আটক করেছে পুলিশ। গতকাল রাতে চুরির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করতে হবে। এ ছাড়া বাজারের পাহারা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি, তবে থানা পুলিশ এরই মধ্যে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here