রাঙামাটির কাপ্তাইয়ের বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা। ছোটবেলা থেকেই সাইকেল চালাতে ভালো লাগে তাঁর। স্বপ্ন দেখতেন একদিন সাইকেল নিয়ে দেশের ৬৪ জেলা ঘুরবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। শুক্রবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুক্যাছড়ি পাড়ার বাসিন্দা বীর কুমার শোনালেন তাঁর স্বপ্ন পূরণের সেই গল্প।
গত ৮ জুন শখের সাইকেলটি নিয়ে ঘর থেকে বের হন বীর কুমার তঞ্চঙ্গ্যা। সঙ্গে পাথেয় ছিল পরিবার ও বন্ধুদের কাছ থেকে জোগাড় করা মাত্র দুই হাজার টাকা। তিনি প্রথম আলোকে বলেন, প্রথমে রাঙামাটি, চট্টগ্রাম ও ফেনী জেলা অতিক্রম করেন। পরে সিলেট হয়ে ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগের জেলাগুলো ঘুরেন সাইকেল নিয়ে। প্রতিটি জেলায় গিয়ে সেখানকার সার্কিট হাউসের সামনে তিনি একটি করে ছবি তোলেন। রাজশাহী থেকে খুলনা ও বরিশাল হয়ে আবার চট্টগ্রামে প্রবেশ করে রাঙামাটিতে এসে যাত্রা শেষ করেন বীর কুমার তঞ্চঙ্গ্যা।
ভ্রমণের পাশাপাশি ‘গাছ কাটা থেকে বিরত থাকুন’, ‘বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধ করুন’ ও ‘যারা করে রক্তদান, তারাই আসল মানবতাবান’—এ তিনটি স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা চালান বীর। ৬৪ জেলা ভ্রমণ করে বিভিন্ন সাইক্লিং দলের সঙ্গে দেখা ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন তিনি। স্থানীয় মানুষের সহযোগিতা ও যথেষ্ট সাড়া পেয়েছেন বলে জানালেন বীর। গত মঙ্গলবার ৬৪ জেলা ভ্রমণ শেষে নিজ জেলা রাঙামাটিতে এসে তিনি যাত্রার সমাপ্তি ঘোষণা করেন।
গত বছর স্থানীয় একটি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন বীর কুমার তঞ্চঙ্গ্যা। এখন তিনি চাকরি খুঁজছেন। বীর কুমার তঞ্চঙ্গ্যার মা কুশিক্কো তঞ্চঙ্গ্যা গৃহিণী ও বাবা সুশীল তঞ্চঙ্গ্যা একজন কৃষক।
বীর বলেন, ‘ভ্রমণের মাধ্যমে আমি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাইকেল চালাতে উদ্বুদ্ধ করেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে সাইকেলে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করব। আর্থিক সহযোগিতা পেলে এই স্বপ্নটিও পূরণ করার আশা আছে আমার।’
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে প্রথম আলোকে বলেন, ‘ভ্রমণ শেষে বীর কুমার আমার সঙ্গে দেখা করেছেন। তাঁকে অনুপ্রেরণা দিয়েছি। সাইকেল ভ্রমণের বিষয়ে তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে।