সাভারের আশুলিয়ায় এক তরুণীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তার সাবেক স্বামী। এ ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে এ ঘটনা ঘটে।
নিহত মিম (২১) নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে। তার সাবেক স্বামীর নাম মো. নাইম মিয়া। তিনি নাটোর জেলা সদরের মকিনপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের তালাক হয়ে যায়। এরপর নাইম আরেকজনকে বিয়ে করেন। কিন্তু এরপরেও নাইম, মিমকে আবারও বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে সে প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমকে বিরক্ত করত। একপর্যায়ে আজ দুপুরে নাইম মিমের ভাড়া বাসায় আসে। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। এছাড়া তালাক দেওয়ায় সাবেক স্বামী নাইমের আগে থেকেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বশবর্তী হয়ে মিমকে ছুরিকাঘাত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করে।
আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বিষয়ে জানানো হবে।