সুবর্ণচরে ১৭’শ কৃষকের মাঝে আমন ধান ও রাসায়নিক সার বিতরণ

0
447

ইব্রাহিম খলিল শিমুল।।

নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭’শ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সাহাব উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মায়দুল হাসান, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, কৃষক-কৃষণীরাসহ অন্যান্যরা।

পরে অতিথিরা ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ১ হাজার ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। এছাড়াও ২১ জন কৃষক-কৃষাণীদের মাঝে ভার্মিকম্পোস্ট সেপারেটর ও ফুট পাম্প মেশিন প্রদান করেন অতিথিরা।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here