সিলেটের ফেঞ্চুগঞ্জের সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে চাকুর আঘাতে মনাই মিয়া (৩৫) নামের রিকশাচালক খুন হয়েছেন। তিনি উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে নিহতের শ্যালিকা বিয়ে দিয়েছিলেন। দেড় বছর আগে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ বিষয়ে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ঘটনাস্থলে সালিশ বসেছিল।
সালিশের একপর্যায়ে উঠানের বাইরে এসে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে চাকু দিয়ে আঘাত করেন। এ সময় গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মনাই মিয়া। স্থানীয়রা তাকে নিয়ে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক বিধান সরকার জানান, ভিকটিম আগেই মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। চাকুর আঘাতে ভিকটিমের তলপেট কেটে নাড়ি বেরিয়ে গেছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি ভিকটিম একজন রিকশাচালক। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোঁজ নিচ্ছি। লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।