সুবর্ণচরে অবৈধ করাত-কলে অভিযান; প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

0
195

সুবর্ণবার্তা প্রতিবেদক।।

নোয়াখালী সুবর্ণচরে লাইসেন্স ব্যতীত করাত-কল পরিচালনা করা ও চিড়াই কাঠের হিসাব সংরক্ষণ না করায় ২ প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগ এ করাত-কলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী প্রতিষ্ঠান গুলো হল- উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড এলাকায় অবস্থিত রতন ‘স’ মিলকে ৫ হাজার টাকা এবং চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার এলাকায় অবস্থিত মোস্তফা ‘স’ মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চরজব্বর থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, উপজেলার রতন ‘স’ মিল ও মোস্তফা ‘স’ মিলকে করাত-কল (লাইসেন্স) বিধিমালা-২০১২ এর ৩(১) এবং ১২ ধারা ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে তিনি আরো বলেন, লাইসেন্স না পাওয়া পর্যন্ত করাত-কল গুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এবং অবৈধভাবে পরিচালিত সকল করাত-কলের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here