সুবর্ণচরে চলছে ২৭ টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা

0
271

সুবর্ণবার্তা প্রতিবেদক।।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ২৭ টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। পূজা ঘনিয়ে আসায় এখন রাত দিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি প্রতিমাকে রঙ-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজ-সজ্জার কাজও। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। যেন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের।

উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মানিক চন্দ্র দাস জানান, এবার উপজেলার ৮টি ইউনিয়নে ২৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপনের সব প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ।

উপজেলা নিবাহী অফিসার চৈতি সর্ববিদ্যা জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটে সে জন্য ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারি নির্দেশনা মেনে পূজার আয়োজন করতে বলা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে দেবীর অর্ঘ্য নিবেদনের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here