সুবর্ণবার্তা প্রতিবেদক।।
“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এ স্লগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম এর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার মো. শাহজালাল আল মামুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহীউদ্দীন, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার মাইন উদ্দীন, নিজেরা করি সংস্থার উপকেন্দ্র কো-অর্ডিনেট আফরোজা বেগম, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের নারী প্রতিনিধি ফারজানা আক্তার প্রমুখ।
সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ১৯৮৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত কনভেনশনে শিশুদের যেসব অধিকারের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে, বাবা-মা উভয়ের সাথে তাদের মেলামেশার অধিকার, নিজ নামে পরিচয়ের অধিকার, শারীরিক সুরক্ষা, খাদ্য ও পুষ্টি, সার্বজনীন শিক্ষা, শারিরীক ও মানসিক স্বাস্থ্যসেবা, শিশুর বয়স ও বিকাশের জন্য উপযুক্ত ফৌজদারি আইন, শিশুর জাতি, লিঙ্গ, যৌন অভিমুখ, লিঙ্গ পরিচয়, জাতীয় উৎপত্তি, ধর্ম, অক্ষমতা, রঙ, জাতিগততা বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বৈষম্য থেকে মুক্ত থাকার অধিকার৷
কন্যা শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ৪ অক্টোবর এ দিবস উদযাপন করা হয়।