নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরকে বরণ ও সদ্যবিদায়ী ওসি দেবপ্রিয় দাশ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চরজব্বার থানা মিলনায়তনে চরজব্বার থানার আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসআই মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় ও ওসি (তদন্ত) জয়নাল আবেদন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, এসআই নুরনবী, এসআই মতিউর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জাবেদ, ইউপি সদস্য ছিদ্দিক উল্যাহ প্রমুখ।
নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী ওসি দেবপ্রিয় দাশ। এবং চরজব্বার থানার পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবাগত ওসি হুমায়ুন কবির।
এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সদ্য বিদায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ।
সর্বশেষ বক্তব্য নবাগত ওসি হুমায়ুন কবির বলেন, আমি সুবর্ণচর উপজেলার মানুষের সেবা করতে এসেছি। আমি সেবক হতে চাই, তাই সকল শ্রেনী-পেশার মানুষ ও মিডিয়া কর্মীদের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, সেবা প্রার্থীরাদেরকে সরাসরি থানায় যোগাযোগ করার অনুরোধ করছি।