আরিফুর রহমান।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে মালবাহী পিকআপভ্যান চাপায় জান্নাতুল ফেরদাউস জান্নাতি (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের নূরানি ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদাউস জান্নাতি চর আমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মো. ইউছুফের মেয়ে। সে স্থানীয় রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার নূরানি শাখার শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পার্শবর্তী দোকান থেকে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল জান্নাতি। এসময় সোনাপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির মালবাহী পিকআপভ্যান তাকে সামনে থেকে চাপা দেয়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে গুরুত্ব আহত হয় জান্নাতি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর গাড়ি রেখে পালিয়ে গেছে চালক।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত শিশুটির মৃতদেহ তার পরিবারের হস্তান্তর করা হয়েছে। তাদের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।