সুবর্ণবার্তা প্রতিবেদক।।
ভোক্তাদের অধিকার ও সংরক্ষণ নিশ্চিত করণের লক্ষ্যে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা এর পরিচালনায়, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে এ সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাধারণ ভোক্তা, হাট বাজারের ব্যবসায়ী, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা আলোচনায় অংশনেন।
সেমিনারে আলোচকরা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর গুরুত্ব তুলে ধরেন এবং এ আইনের অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ দণ্ডের বিধান নিয়ে আলোচনা করেন।
আলোচকরা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, আমাদের সবাইকে সচেতন হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে বলে তারা মত প্রকাশ করেন।
২৭/১০/২২খ্রি: