সুবর্ণচরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

0
617

ইব্রাহিম খলিল শিমুল।।

উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসমপৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী সুবর্ণচরে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়ন পরিষদ মিলনায়তন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার চরওয়াপদা ইউনিয়নের সচিব বিপু পালের সঞ্চালনায় জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানিয় জনসাধারণ ১০০ জন নারীসহ অন্যান্যরা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here